ইছাকলস রক্তদান ও সমাজকল্যাণ সংস্থার সংবর্ধনা ও নগদ অর্থ প্রদান

ছাতক প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৭ জুন ২০২৩, ৭:১৮ অপরাহ্ণআনন্দঘন পরিবেশে কোম্পানিগঞ্জ উপজেলাধীন ইছাকলস ইউনিয়ন রক্তদান ও সমাজকল্যাণ সংস্থা কতৃক আয়োজিত (৪ জুন ২০২৩ ইং সোমবার) সকাল ১০ টায় পারকুল উচ্চবিদ্যালয়ের হল রুমে প্রতিষ্ঠানের ৭ম-এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নগন অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মাওঃ এমদাদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইস্তিয়াক আহমদ মাহিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪নং ইছাকলস ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পারকুল উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শামসুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ শামসুদ্দীন, মোঃ আব্দুল হালিম, মোঃ আমিনুল হক, মোঃ আনোয়ার হোসেন, বাসু দেব, বিশিষ্ট সালিশ ব্যাক্তিত্ব নারদ বিশ্বাস, অত্র সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ জোবায়ের আহমদ, মোঃ সারওয়ার খান, সংগঠনের সদস্যবৃন্দ, শিক্ষার্থী সহ আরও অনেকে।
উক্ত অনুষ্ঠানের অর্থায়ন করেন মালয়েশিয়া প্রবাসী মো: আব্দুর রহমান রাজু, লন্ডন প্রবাসী সংগঠনের সদস্য আক্তার হোসেন। অনুষ্ঠানে সুধীজন সমাজ বিনির্মাণে নানামুখী অবদান রাখায় উক্ত সংগঠনের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি সংগঠনের সদস্যবৃন্দ বক্তব্য কালে সমাজের সর্বসাধারণের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন।
সিলেটসংবাদ/হান্নান