শাহপরাণ জামেয়ায় হাফিজ আব্দুল হালিম স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিকডে
প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২৩, ৫:২৩ অপরাহ্ণইবনে সিনা হাসপাতাল লিমিটেড, সিলেট-এর চেয়ারম্যান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা হাবিবুর রহমান বলেছেন, হাফিজ আব্দুল হালিম ছিলেন ইসলামী শিক্ষা প্রসারের জন্য নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। তাঁর জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য ছিল ইলমে দ্বীনের খেদমত করা। এ জন্যই তিনি সারাজীবন অত্যন্তনির্লোভ ও নির্মোহ জীবন কাটিয়েছেন। সমাজসংস্কারে তাঁর অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।
নগরীর পশ্চিম পীরমহল্লাস্থ শাহপরাণ জামেয়া ইসলামিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফিজ আব্দুল হালিম স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে সোমবার (৫ জুন) সকালে জামেয়ার একাডেমিক ভবনে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক দারুল ইফতা সৌদি আরব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খুল হাদিস মাওলানা ইসহাক আল মাদানী, মাদরাসার ভারপ্রাপ্ত সুপার শেখ আবু ছালেহ মুসার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েখ ইসহাক আল মাদানী মাওলানা আব্দুল হাফিজ মাসুদ, মাওলানা রশীদ আহমদ,ইঞ্জিনিয়ার মহি উদ্দিন আহমদ,মাওলানা সাদেক মো: ইয়াকুব।
শোকসভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ আব্দুল্লাহ, হাফিজ আবুল খায়রাত,হাফেজ এখলাছুর রহমান, আব্দুল মালিক ফয়েজ আহমদ। সভার শেষে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খুল হাদিস মাওলানা ইসহাক আল মাদানী।
প্রধান বক্তার বক্তব্যে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খুল হাদিস মাওলানা ইসহাক আল মাদানী বলেন, হাফিজ আব্দুল হালিম ছিলেন দ্বীনের সত্যিকার দাঈ। অত্যন্ত সাদামাটা জীবনযাপন করে তিনি দ্বীনের খেদমত করেছেন। দুনিয়ার লোভ-লালসা তাঁকে কখনো লালায়িত করতে পারেনি।
ক্যাপশন-শাহপরাণ জামেয়ায় হাফিজ আব্দুল হালিম স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্য রাখছেন ইবনে সিনা হাসপাতাল লিমিটেড, সিলেট-এর চেয়ারম্যান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা হাবিবুর রহমান।
সিলেটসংবাদ/হান্নান