শাহজালাল (র.) মাজারে শিরনী বিতরণ করলেন ডা.স্বপ্নীল

সিকডে
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২৩, ১১:১৫ অপরাহ্ণসিলেটের শাহজালাল ( র.) মাজারে শিরনি বিতরণ করলেন অধ্যাপক ডা.মামুন আল মাহতাব ( স্বপ্নীল)।
শুক্রবার (২৬ মে ) রাতে শাহজালাল ( র.)মাজারে
হতদরিদ্র, ভিখারি, ছিন্নমূল, দর্শনার্থীদের মাঝে শিরনী বিতরণ করেন।
ডা.স্বপ্নীল সিলেট নগরের ছড়ারপাড় এলাকার সন্তান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান ও সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব এর দায়িত্ব পালন করতেছেন।
সিলেটসংবাদ/হান্নান