জাবেদ আহমদ এর উদ্যোগে মাদ্রাসায় ফ্যান বিতরন

সিকডে
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২৩, ৭:২৭ অপরাহ্ণআমেরিকা প্রবাসী সমাজসেবক জাবেদ আহমদ এর উদ্যোগে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ কায়েস্থগ্রাম মাদ্রাসা -ই হযরত আবুবকর সিদ্দিক (রা.) মাদ্রাসায় ফ্যান বিতরণ করা হয়েছে।
( ২৫মে) বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসায় এ ফ্যান বিতরণ করা হয়।
মাদ্রাসা-ই হযরত আবু বক্কর সিদ্দিক (রা:) এর প্রতিষ্টাতা হযরত মাওলানা ফারুক আহমদ খানের সভাপতিত্বে এবং মাদ্রাসার সুপার হযরত মাওলানা আমিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের ভরপ্রাপ্ত সভাপতি গোলজার আহমদ হেলাল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা রফিকুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিসমত মাইজভাগ ফকিরপারা জামে মসজিদের মুতাওয়াল্লী আফজালুর রহমা(তমাল), সুরমাভিউ২৪ ডটকমকের নির্বাহী সম্পাদক আবু জাবের, দৈনিক ভোরের ডাক এর সিলেট জেলা প্রতিনিধি এম এ হান্নান, মাওলানা সিরাজ উদ্দিন, হাফিজ জুনায়েদ আহমদ, মাহমুদ খান প্রমুখ।
বক্তব্যকালে অতিথিরা মহৎই উদ্যোগের প্রশংসা করেন এবং মাদ্রাসায় ফ্যান দেওয়ার জন্য জাবেদ আহমদ এবং তার পরিবারের সদস্যদের কে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামী দিনেও এমন মানবিক কাজ অব্যাহত রাখার জন্য আহ্বান জানান।
সিলেটসংবাদ/হান্নান