এমসি কলেজের সহযোগী অধ্যাপক সালেহ মোহাম্মদ জাহেদুল ইসলামের ইন্তেকাল, জানাজা কাল

সিকডে
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২৩, ১০:২৯ অপরাহ্ণমুরারিচাঁদ কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক সালেহ মোহাম্মদ জাহেদুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি আজ শুক্রবার দুপুর ১২টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন ২৪তম বিসিএসের কর্মকর্তা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর।
তিনি ১ স্ত্রী ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি থাকতেন সিলেটের আম্বরখানাস্থ কলবাহানী এলাকায়। তাঁর বাড়ি পাবনা জেলার ভেড়া উপজেলার রাজনারায়নপুর ইউনিয়নের নন্দিয়ারা গ্রামে।
তাঁর নামাজের জানাজা আগামীকাল শনিবার সকাল ১০টায় মুরারিচাঁদ কলেজের কলা ভবনের সামনে অনুষ্ঠিত হবে। পরে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
কলেজের শিক্ষক পরিষদ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি ২০১৬ সালে সহকারী অধ্যাপক হিসেবে মুরারিচাঁদ কলেজের দর্শন বিভাগে যোগদান করেন। পরে ২০২১ সালে সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।
সিলেট/আবির