সিলেটে রাতভর র্যাবের অভিযান, প্রশিক্ষণপ্রাপ্ত চার জঙ্গি আটক
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৯ মে ২০২৩, ৪:২৮ অপরাহ্ণসিলেটের এয়ারপোর্টের বড়শলা এলাকা থেকে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র চার সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।সোমবার রাতভর অভিযান শেষে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৯ সিলেটের গণমাধ্যম শাখা জানায়, আটককৃত চারজনের মধ্যে ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শুরা সদস্য ও দাওয়াতি শাখার প্রধান আব্দুল্লাহ মায়মূনও রয়েছে। র্যাব জানায়, তারা সকলেই পাহাড়ে প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, রাতভর সিলেটের এয়ারপোর্ট থানা এলাকার বড়শলায় অভিযান চালিয়ে জঙ্গিদের আটক করেছে র্যাব-৯ এর একটি দল।
এ বিষয়ে র্যাব সিলেটের সদর দপ্তরে ব্রিফ করে বিস্তারিত তথ্য জানাবে র্যাব।
সিলেটসংবাদ/হান্নান






