আনোয়ারুজ্জামানের সমর্থনে ৫নং ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির মত বিনিময় সভা
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২৩, ১২:০৮ অপরাহ্ণসিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে ৫ নং ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৭মে রোববার আম্বরখানা সাপ্লাই রোডস্থ এক বাসায় ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামানকে জয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার সিন্ধান্ত গ্রহণ করেন।
উপস্থিত ছিলেন, ৫নং ওয়ার্ডের নির্বাচনে পর্যালোচনা কমিটির সদস্য সিলেট মহানগর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জুবের খান,মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য, নুরুন্নেসা নেহা,জেলা আওয়ামী লীগের সদস্য ও গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান মঞ্জুর শাফি চৌধুরী এলিম।
আরও বক্তব্য দেন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহমদ, সহ-সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পু, আলমগীর হোসেন দপ্তৱ সম্পাদক জাকারিয়া হোসেন প্রমূখ ।
সভায় ওয়ার্ড আওয়ামী লীগ,যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিকলীগ তাঁতি লীগসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটসংবাদ/হান্নান





