স্কুল কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় শাহজাহান চৌধুরী কে সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির শুভেচ্ছা
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২৩, ১২:২১ অপরাহ্ণসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঢালারপাড় উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক ও সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শাহজাহান চৌধুরী কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নেতৃবৃন্দ।
৩ মে ( বৃহস্পতিবার) সমিতির অস্হায়ী কার্যালয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, সমিতির সভাপতি রফিকুল হক ও সাধারণ সম্পাদক এডভোকেট কামাল হোসেনসহ কার্যকরী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির কাছ থেকে ফুলেল শুভেচছা পেয়ে এডভোকেট শাহজাহান চৌধুরী বলেন,আমি সবার দোয়া ও সহযোগিতা চাই। তিনি সমিতির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, ২৭ মার্চ কোম্পানীগঞ্জ উপজেলার ঢালারপাড় উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হন এডভোকেট শাহজাহান চৌধুরী।
সিলেটসংবাদ/হান্নান





