দোয়ারাবাজারে নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকের নগদ অর্থ বিতরণ
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২৩, ১২:৪০ অপরাহ্ণসুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রতিবন্ধীদের মধ্যে নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ই এপ্রিল) দুপুরে উপজেলার নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই কর্মসূচী পালন করা হয়। এতে এলাকার ১৫০ জন প্রতিবন্ধীর হাতে ২’হাজার করে ৩লক্ষ টাকা তুলে দেওয়া হয়।
নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকের উপদেষ্টা লন্ডন প্রবাসী সিরাজুল ইসলাম’র সভাপতিত্বে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার আরিফ মুর্শেদ মিশু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলাম,দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম।
এসময় আরোও উপস্থিত ছিলেন,সোসাইটসদস্য লন্ডন প্রবাসী নুরুল আমিন,সমাজ সেবক গোলাম মোস্তফা,কয়ছর আহমদ চৌধুরী,খলিলুর রহমান,মাষ্টার মুহিবুর রহমান,মাষ্টার রফিকুল ইসলাম,মাষ্টার আব্দুল আওয়াল,সোসাইটির সমন্বয়ক মাষ্টার কামাল উদ্দিন,আলমদিনা একাডেমির পরিচালক রফিকুর রহমান,সাবেক ইউপি সদস্য আশিকুর রহমান,নসকস সভাপতি শফিকুল ইসলাম, সোসাইটির সমন্বয়ক আখলুছ আলী রনি,এখলাছুর রহমান আবিদ,ফখর উদ্দিন,সাদিকুর রহমান মানিক,লাইফ শেয়ারের সভাপতি আফসান উদ্দিন প্রমুখ।
সিলেটসংবাদ/হান্নান





