গোলাপগঞ্জে ভোর রাতে ৮ জুয়াড়ি আটক
সৈয়দ রাসেল আহমদ
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২৩, ৭:০৪ অপরাহ্ণ
গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নে ভোর রাতে অভিযান চালিয়ে ৮ জুয়াড়িকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০৪ টি জুয়া খেলার তাস ও নগদ ১৭০১০ টাকা উদ্ধার করা হয়।
শনিবার (১৫ এপ্রিল) ভোর ৩:৪৬ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানাধীন ৮নং ভাদেশ্বর ইউনিয়নের মীরগঞ্জ বাজারের করিম টেইলার্সের ভিতরে জুয়াখেলার আসর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা ভাদেশ্বর ইউনিয়নের ফতেপুর গ্রামের মোঃ নজরুল ইসলাম (৫০) শেখপুর গ্রামের আব্দুল করিম (৫২) মোঃ নিজাম উদ্দিন (৫২)শৈলেন্দ্র দাশ কুটি (৪০) আব্দুল করিম (৪৬)করিম টেইলার্সের স্বত্বাধিকারী আব্দুল করিম (৫০) নজরুল ইসলাম মাখন মিয়া (৫৫) এবং পলাতক আসামী মোঃ মিনহাজ উদ্দিন জেলু (৫৫)
এবিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।





