নিউইয়র্কে প্রথম আলোর ইফতার ও ৭তম বর্ষ পালন
 
 শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২৩, ১২:২৪ অপরাহ্ণ প্রথম আলোর আয়োজনে ইফতার ও স্মরন সভা অনুষ্ঠিত।
প্রথম আলোর আয়োজনে ইফতার ও স্মরন সভা অনুষ্ঠিত।
উত্তর আমেরিকার জনপ্রিয় সাপ্তাহিক বাংলা পত্রিকা প্রথম আলো হাঁটি হাঁটি পা করে ৭তম বর্ষে পদার্পন করেছে।এবং মরহুম কবি আব্দুস শহীদের প্রতি লেখক সাংবাদিকদের শ্রদ্ধা নিবেদন।
গত ১৩ই এপ্রিল বৃহস্পতিবার জ্যামাইকা হিলসাইডের খলিল বিরিয়ানীর পার্টী হলে আয়োজিত ইফতার ও আলাপে প্রথম আলো পরিবারের লেখক সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহনে প্রানবন্ত অনুষ্ঠানের শুভ সুচনা করেন প্রথম আলোর সাংবাদিক আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মনজুরুল হক।তিনি অনুষ্ঠানে আগত বিশিষ্ট অতিথিদের পরিচয় করিয়ে দেন।অতিথিদের মধ্যে ছিলেন প্রবীন সাংবাদিক মাহবুবুর রহমান,সাংবাদিক মাহমুদ খান তাছের,ঢাকা সুপ্রিম কোর্টের প্রবীন আইনজীবী লেখক গবেষক এডভোকেট শেখ আখতার উল ইসলাম,লেখক রহমান মাহবুব,এসকে ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মোহাম্মদ খায়রুল,সিটি রিলেটেড মার্কেটিং বিষয়ক পরামর্শক মোহাম্মদ আলম,সান্নান গ্রোবাল সিইও মাসুদ রানা তপন।মরহুম কবি আব্দুল শহীদ স্মরনে ও প্রথম আলোর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখার জন্য একে একে আহ্বান জানান প্রথম আলোর সম্পাদক ইব্রাহীম চৌধুরী।বক্তব্যের পর্বে শুরুতেই ইব্রহিম চৌধুরী আমন্ত্রিত সবাই কে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান এবং সম্প্রতি মৃত্যুবরণকারী কবি আব্দুস শহীদ ও ডা: জাফরউল্লাহ চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন সেই সাথে সাতে আছি সাথেও আছি শ্লোগান ধারন করে প্রথম আলোর ৭তম বর্ষে পথ চলার সাথে যারা বিজ্ঞাপন দিয়ে সহযোগিতায় এগিয়ে এসেছেন ও লেখা কবিতা দিয়ে প্রথম আলোর চলার পথকে মসৃন করেছেন তাদের সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।অনুষ্ঠানে মরহুম কবি আব্দুস শহীদের দুই ছেলে উপস্থিত ছিলেন এবং তারা তাদের বক্তব্যে তাদের পিতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লেখিকা এইচ বি রিতা,লেখিকা রওশন হক,শেলী জামান খান,সোহানা নাজনীন,লেখকা ফরিদা ইয়াসমীন,সাংবাদিক শেখ শফিকুর রহমান,কমিউনিটি এক্টিভিট রিনা শাহ,কান্তা কবির,সঙ্গীত শিল্পী মরিয়ম মারিয়া প্রমূখ।
ইফতারের পুর্বে দোয়া মুনাজাত পরিচালনা করেন ইমাম মাওলানা কাজী কাইয়ুম।
মাগরিবের আজানের মাধ্যমে উপস্থিত সবাই ইফতার ও নৈশ ভোজে অংশগ্রহন করেন।






