নিউইয়র্কে বাঙ্গালী মসজিদে রমজানের ইফতারির আয়োজন
 
 শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৩, ৭:১৫ পূর্বাহ্ণ আরবী রমজান মাস মুসলমানদের জন্য বিশেষ ফজিলতের মাস হিসেবে রোজা রাখার মাধ্যমে আল্লাহর কাছ থেকে বান্দাদের জন্য বিশেষ রহমত নিয়ে আসে।এ মাসে পুরো এক মাস রোজা রাখার মাধ্যমে সিয়াম সাধনা করা হয়ে থাকে।যাকিনা মুসলমানদের জন্য আনন্দের বন্যা নিয়ে আসে প্রত্যেক মুসলমানদের জীবনে।রোজাকে ঘিরে মুসলমানদের মধ্যে সারা মাস জুড়ে ইফতারির আয়োজন থাকে প্রতিটি ঘরে।মুসলমানদের জীবনে রোজার ইফতার একটি ধর্মীয় উৎসব রুপে পালিত হয় থাকে।যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে বিপুল সংখ্যক বাংলাদেশীদের বসবাস।বাংলাদেশী অধ্যুষিত এলাকা হলো জ্যাকসন হাইটস,জ্যামাইকা,ব্রুকলিন,ব্রঙ্কসের পার্কচেস্টার ও টুওফাইভ।এইসব এলাকায় বসবাসরত বাংলাদেশীরী নিয়মিত একত্রিত হয়ে নামাজ পড়ার জন্য গড়ে উঠেছে বেশ কিছু মসজিদ।ব্রঙ্কসের স্ট্রালিন বাংলাবাজার জামে মসজিদ,মাগ্রো শাহজালাল জামে মসজিদ,নিউবোল্ড জামে মসজিদ সহ অধিকাংশ মসজিদে বিভিন্ন ব্যক্তিদের সহযোগিতায় মসজিদে রোজাদারদের জন্য ইফতারির ব্যবস্থা করা হয়েছে।প্রথম রমজান মাসে শুরু হওয়া এই ইফতার আয়োজন শেষ রমজান পর্যন্ত চলবে।আর এসব মসজিদ গুলোর ইফতার আয়োজনে রোজাদার মুসল্লিদের পাশাপাশি শিশু কিশোররাও অংশ নিয়ে থাকেন।
আরবী রমজান মাস মুসলমানদের জন্য বিশেষ ফজিলতের মাস হিসেবে রোজা রাখার মাধ্যমে আল্লাহর কাছ থেকে বান্দাদের জন্য বিশেষ রহমত নিয়ে আসে।এ মাসে পুরো এক মাস রোজা রাখার মাধ্যমে সিয়াম সাধনা করা হয়ে থাকে।যাকিনা মুসলমানদের জন্য আনন্দের বন্যা নিয়ে আসে প্রত্যেক মুসলমানদের জীবনে।রোজাকে ঘিরে মুসলমানদের মধ্যে সারা মাস জুড়ে ইফতারির আয়োজন থাকে প্রতিটি ঘরে।মুসলমানদের জীবনে রোজার ইফতার একটি ধর্মীয় উৎসব রুপে পালিত হয় থাকে।যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে বিপুল সংখ্যক বাংলাদেশীদের বসবাস।বাংলাদেশী অধ্যুষিত এলাকা হলো জ্যাকসন হাইটস,জ্যামাইকা,ব্রুকলিন,ব্রঙ্কসের পার্কচেস্টার ও টুওফাইভ।এইসব এলাকায় বসবাসরত বাংলাদেশীরী নিয়মিত একত্রিত হয়ে নামাজ পড়ার জন্য গড়ে উঠেছে বেশ কিছু মসজিদ।ব্রঙ্কসের স্ট্রালিন বাংলাবাজার জামে মসজিদ,মাগ্রো শাহজালাল জামে মসজিদ,নিউবোল্ড জামে মসজিদ সহ অধিকাংশ মসজিদে বিভিন্ন ব্যক্তিদের সহযোগিতায় মসজিদে রোজাদারদের জন্য ইফতারির ব্যবস্থা করা হয়েছে।প্রথম রমজান মাসে শুরু হওয়া এই ইফতার আয়োজন শেষ রমজান পর্যন্ত চলবে।আর এসব মসজিদ গুলোর ইফতার আয়োজনে রোজাদার মুসল্লিদের পাশাপাশি শিশু কিশোররাও অংশ নিয়ে থাকেন।






