স্বাধীনতা দিবসে মুরারিচাঁদ কবিতা পরিষদ‘র শ্রদ্ধা

মইনুল হাসান আবিরঃ
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০২৩, ৩:০১ অপরাহ্ণআজ ২৬ মার্চ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালির জন্য নতুন একটি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার যুদ্ধ শুরু হয়। হানাদার পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে ৯ মাসের সশস্ত্র লড়াই শুরু করে এ দেশের মুক্তিকামী জনতা। সেই সূর্যসন্তানদের প্রতি মুরারিচাঁদ কলেজের কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এম সি কলেজের অন্যতম সংগঠন “মুরারিচাঁদ কবিতা পরিষদ”।
রবিবার, সকাল ১০:০০ টায় কলেজের অধ্যক্ষ কার্যালয় থেকে প্রভাতফেরি শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজর এম.সি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর আশরাফুল কবির, শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোঃ তৌফিক এজদানী চৌধুরী এবং বিভিন্ন বিভাগের প্রভাষকবৃন্দ ও সংগঠনসমূহ। শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর আশরাফুল কবির।
মুরারিচাঁদ কবিতা পরিষদ‘র পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন মুকপের সভাপতি এনামুল ইমাম, অর্থ সম্পাদক রিংকু সরকার, সহ-অর্থ সম্পাদ শুভ পাল, সহ-সাংগঠনিক সম্পাদক তন্দ্রা কর্মকার রুপা। মুরারিচাঁদ কবিতা পরিষদের উপদেষ্টা ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সুনীল ইন্দু অধিকারী (সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ), ফৌজিয়া আজিজ (সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ)।
এসময় আরো উপস্থিত ছিলেন, মুরারিচাঁদ কবিতা পরিষদের আবৃত্তি ও কর্মশালা বিষয়ক সম্পাদক সিজান শেখ, দপ্তর সম্পাদক মিলাদ আহমেদ, জাবের আহমেদ, উদয়, লিমা তালুকদার, এদিকে একে একে মুরারিচাঁদ কলেজের বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
ক্যাম্পাস/সিলেট সংবাদ