টনপ্রতি লাখ টাকা ছাড়াল রডের দাম

সিকডে
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৩, ৪:০৮ অপরাহ্ণনির্মাণশিল্পের অন্যতম উপকরণ রডের দাম টনপ্রতি লাখ টাকা ছাড়িয়ে গেছে। বর্তমান ১ টন রডের বাজার মূল্য ১ লাখ ৫০০ টাকা।
বাজার ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত পাঁচ মাসের ব্যবধানে প্রতি টন রডের দাম ১৪ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত বেড়েছে। যা এখন লাখে গিয়ে ঠেকেছে। গত এক মাস আগে যে রডের দাম ছিল ৯৮ হাজার ৫০০ টাকা। এর পাঁচ মাস আগে এর দাম ছিল টনপ্রতি ৮৪-৮৫ হাজার টাকা।
এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের দাবি; মূলত ডলার সংকট, বিশ্ব বাজারে স্ক্র্যাপের মূল্যবৃদ্ধি, ফ্রেইট চার্জ বৃদ্ধির প্রভাবে রডের দাম ঊর্ধ্বমুখী।
দেশের শীর্ষ রড উৎপাদনকারী প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান, স্ক্র্যাপ আমদানি করার জন্য এলসি খোলা যাচ্ছে না। এছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে স্ক্র্যাপ জাহাজের বুকিং রেটও বেড়েছে। একইসঙ্গে জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে জাহাজভাড়া বৃদ্ধি করা হয়েছে। সবকিছু মিলে স্ক্র্যাপের আমদানি ব্যয় অনেক বেশি বেড়ে গেছে। এর প্রভাব পড়ছে রড উৎপাদনে।
খুচরা রড-সিমেন্টের এক বিক্রেতা বলেন, বিএসআরএম এর রড টন প্রতি ১ লাখ ৫০০ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া একেএস ও জিপিএইচ ইস্পাতের রডের দামও লাখের কাছাকাছি। অনেক কোম্পানিতে রডের মজুত না থাকার কারণে জোগানে ঘাটতি আছে।
সারাদেশ/আবির