মেয়র আরিফুল হকের রোগমুক্তি কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৩, ৭:১৬ অপরাহ্ণসিলেট সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী গত ১১ মার্চ শনিবার হঠাৎ অসুস্থ হয়ে স্হানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তাঁর রোগমুক্তি কামনায় অদ্য ১৪ মার্চ বাদ আছর ১৮নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লাকীর সার্বিক তত্বাবধানে আয়োজিত দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন কুমারপাড়া মাসজিদের ইমাম হাফিজ মাওলানা শফিকুর রহমান।
দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এডভোকেট আতিকুর রহমান সাবু, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল।
ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্যে উপস্হিত ছিলেন সহ-সভাপতি আব্দুল মুকিত, ১৭নং ওয়ার্ড বিএনপির সদস্য মুক্তার আহমদ, সুয়েবুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাকের আহমদ, আব্দুল হক সুন্না, প্রচার সম্পাদক মাসুম আহমদ মুসা, উবায়েদ আহমদ, আনোয়ার হোসেন, রাজন আহমদ, ফখর শিপলু, রাসেল আহমদ প্রমুখ।
সিলেটসংবাদ/হান্নান


