অসুস্থ হয়ে হাসাপাতালে ভর্তি সিসিক মেয়র
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৩, ৩:৩৬ অপরাহ্ণসিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১২ মার্চ) দিবাগত রাত ২ টার দিকে তাকে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়।
সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, রোববার দিবাগত রাত দেড়টার দিকে মেয়র মহোদয় তার নিজ বাসভবনে অবস্থানকালে শারীরিকভাবে অসুস্থতাবোধ করলে তাৎক্ষণিক রাত ২টার দিকে তাকে শহরের মাউন্ট এডোরা হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।
বর্তমানে তিনি ডা. শিশির বসাকের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো। বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা চলছে। রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।
সিলেটসংবাদ/হান্নান


