ওটিটিতে আসছে ‘পাঠান’, দর্শকদের জন্য থাকছে বাড়তি চমক

সিকডে
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৩, ৩:১০ অপরাহ্ণকরোনা ধাক্কার পর বয়কট বলিউড ট্রেন্ড অনেকটাই লাইনচ্যুত করেছিল হিন্দি ছবির ব্যবসাকে। অবস্থা এতটাই বেগতিক ছিল যে বাধ্য হয়ে সরকারের হস্তক্ষেপ পর্যন্ত কামনা করেন বলিউড সংশ্লিষ্টরা। অবশেষে দীর্ঘ খরা শেষে চার বছর পর প্রেক্ষাগৃহে ফিরেই রেকর্ডের পর রেকর্ড গড়েছে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমাটি।
হিন্দি ছবির জগতে সব নজির ভেঙে দিয়ে আকাশছোঁয়া সাফল্য পায় শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’। বক্স অফিসে ১০০০ কোটির অঙ্ক ছাড়িয়ে গিয়ে নতুন ইতিহাস গড়েছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। নতুন প্রজন্মের অন্যতম সেরা পরিচালক বলেও জনপ্রিয় হয়েছেন তিনি এক ছবিতেই।
বাধাবিঘ্ন পেরিয়ে এতদিনে সিদ্ধার্থ জানালেন, একটি দৃশ্য, যা ব্যবহার করা হয়নি ছবিতে, হয়তো ওটিটিতে দেখা যাবে।
‘পাঠান’-এর জয়ের পথ ততটা সহজ ছিল না। বছরের শুরুতে ‘পাঠান’ মুক্তির আগের পরিবেশ ছিল থমথমে। সমস্যার সূত্রপাত ‘বেশরম রঙ’ গানটির ঝলক প্রকাশ্যে আসতেই। কুরুচিকর দৃশ্যে সমাজে নেতিবাচক প্রভাব পড়ছে, এমন অভিযোগ আনেন নিন্দুকরা। দীপিকার বিকিনির রঙ গেরুয়া হওয়ায় যত আপত্তি গেরুয়া শিবিরের। সেন্সর বোর্ড অবশ্য ছবির অনেক সংলাপ বাদ দিলেও গেরুয়া বিকিনির দৃশ্য নিয়ে আপত্তি তোলেনি।
সেই অতীত স্মরণে রেখে সিদ্ধার্থ বলেন, ‘পাঠান’ চরিত্রের কোনো ধর্ম নেই, তার কাছে শুধু নিজের শিকড়, নিজের দেশ খুঁজে পাওয়া জরুরি ছিল। ‘পাঠান’ চরিত্রকে একটি সিনেমা হলের মধ্যে পাওয়া গেছে, যার নাম ‘নবরঙ্গ’। সম্পাদনার সময় সেই দৃশ্য বাদ যায়, হয়তো সেটি আবার ওটিটি সংস্করণে ফিরিয়ে আনা হবে।
‘পাঠান’ চলতি বছর ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল। এখনো দেশের বহু প্রেক্ষাগৃহ থেকে তুলে নেওয়া হয়নি ‘পাঠান’। ওটিটি প্ল্যাটফরমে ছবিটি মুক্তি পাবে এ বছরেরই ২৫ এপ্রিল।
বিনেোদন/আবির