ব্রঙ্কসে আরমান মিয়ার শুভ জন্মদিন পালিত
 
 শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৩, ১০:১০ পূর্বাহ্ণ ১০শে মার্চ ব্রঙ্কসে পারিবারিকভাবে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনক ও আসাল ব্রঙ্কসের কোষাধ্যক্ষ মোঃ বশির মিয়া ও তানিয়া চৌধুরী দম্পত্তির একমাত্র ছেলে ব্রঙ্কস হাইস্কুল অব সাইন্সের দশম গ্রেডের মেধাবী ছাত্র মোঃ আরমান মিয়ার শুভ জন্মদিন আনন্দ উৎসাহের মাধ্যমে পালিত হয়।
১০শে মার্চ ব্রঙ্কসে পারিবারিকভাবে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনক ও আসাল ব্রঙ্কসের কোষাধ্যক্ষ মোঃ বশির মিয়া ও তানিয়া চৌধুরী দম্পত্তির একমাত্র ছেলে ব্রঙ্কস হাইস্কুল অব সাইন্সের দশম গ্রেডের মেধাবী ছাত্র মোঃ আরমান মিয়ার শুভ জন্মদিন আনন্দ উৎসাহের মাধ্যমে পালিত হয়।
এ উপলক্ষে আত্নীয় স্বজন ও সম্মানিত অতিথিদের উপস্থিতে বাসায় আনন্দ উৎসবের পরিবেশ তৈরী হয়।
শুভ জন্মদিনের আয়োজনের মধ্যে ছিল জন্মদিনের কেক কাটা ও প্রীতি নৈশভোজের।
মোঃ আরমান মিয়ার শুভ জন্মদিনে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক সাংবাদিক শেখ শফিকুর রহমান,ব্রঙ্কস আওয়ামীলীগের সহসভাপতি কবি আবু তাহের চৌধুরী,হবিগঞ্জ জেলা সমিতি ইনকের সহসভাপতি মোঃ নাসির মিয়া প্রমূখ।






