সিলেটে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ.লীগের শ্রদ্ধা
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২৩, ৪:১৬ অপরাহ্ণঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন, সিলেট আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় দলটির ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের সিলেটের নেতারা জেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা জানানোর পর সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুনেছা হক।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন অধ্যাপক সুজাত আলী রফিক, এডভোকেট রনজিত সরকার, মোস্তাক আহমদ পলাশ, হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কবির উদ্দিন আহমদ, এডভোকেট মাহফুজুর রহমান প্রমুখ।
সিলেটসংবাদ/হান্নান



