সাংবাদিক দিপনের পিতৃবিয়োগ
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৮ অপরাহ্ণঢাকা প্রকাশ সিলেটের বিভাগীয় প্রতিনিধি দেবব্রত রায় দিপনের পিতা ক্ষিতীন্দ্র মোহন রায় খোকা বাবু মৃত্যুবরণ করেছেন।
শনিবার(১৮ ফেব্রুয়ারি) রাত ১০ টায় সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার প্রাণহানি ঘটে।
এর আগে শুক্রবার(১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টায় তিনি সিলেটের ভাড়াটিয়া বাসায় হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত সিলেট ওসমানী হাসপাতালে ভতি করা হয়।
হাসপাতালের আইসিইউতে লাইফসাপোর্টে থাকা অবস্থায় রাত ১০ টায় তিনি মৃত্যুবরণ করেন।
ক্ষিতিন্দ্র মোহন রায় খোকা বাবু সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার আমবাড়ীবাজারের আদি ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স শ্রী দুর্গা ভান্ডারের স্বত্বাধিকারী।
মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ১ মেয়ে নাতি,নাতিনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে মৃত্যু পরবর্তী প্রয়াতের লাশ এম্বুলেন্স যোগে নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে রাতেই তাকে সমাহিত করা হবে।
সিলেটসংবাদ/হান্নান



