গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৪
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৫ অপরাহ্ণসিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। রোববার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই দুইজনের মৃত্যু হয়। এনিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪ জনে।
নিহতরা হলেন- বিয়ানীবাজার উপজেলার মাটিকাটা গ্রামের সিরাজ মিয়ার স্ত্রী জেবু বেগম (৪৫) ও তার ছেলে নুরুল ইসলাম সাজিদ (২৫)। বর্তমানে তারা সিলেটের আখালিয়ায় বসবাস করছেন। অপর দুজন হলেন বিয়ানীবাজার উপজেলার পৌর এলাকার নয়াগ্রামের ফারুক আহমদের স্ত্রী রাশেদা বেগম (৩৮) ও মেয়ে ফারিয়া আক্তার (১৬)।
নিহতের সংখ্যা বেড়ে চারজন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম।
তিনি জানান, ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে দুজন মারা যান।
উল্লেখ, রোববার বিকেলে সিলেট থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১৪-১৬৮০) সাথে দুটি সিএনজি চালিত অটোরিকশার (সিলেট -থ ১১-৪০৩৩ ও সিলেট-থ ১১৩৩৬৩) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি সিএনজি চালিত অটোরিকশা ধুমড়ে মুচড়ে যায়। এসময় অটোরিকশায় থাকা একজন নারী যাত্রী ও একজন পুরুষ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এসময় ফায়ার সার্ভিসের একটি টিম ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেটের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।
সিলেটসংবাদ/হান্নান






