ইমজার নতুন কমিটিকে ডা.স্বপ্নীল এর অভিনন্দন
সিকডে
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৬ অপরাহ্ণসিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের নবগঠিত কমিটির সভাপতি মাহমুদুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক গোলজার আহমেদসহ নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান ও সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)।
ডা.স্বপ্নীল আজ বুধবার সকালে সভাপতি এবং সাধারণ সম্পাদক কে ফোন করেন এবং তাদের নতুন কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
তিনি বলেন, মহান সাংবাদিকতায় সিলেটের রয়েছে শতবর্ষের ইতিহাস ও ঐতিহ্য। তিনি আাশাবাদ ব্যক্ত করেন যে এই ইতিহাসকে লালন করে নতুন নেতৃত্বে ইমজা অতীতের মতই আগামীতেও সিলেটের উন্নয়নকে এগিয়ে নিতে সহায়ক ভুমিকা পালন করবে।
ডা.স্বপ্নীল ইমজার নির্বাচিত সভাপতি মাহমুদুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক গোলজার আহমেদসহ সংশ্লিষ্ট নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে সবার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন।
সিলেটসংবাদ/হান্নান



