সিলেটে তিনদিন ব্যাপী শুরু হতে যাচ্ছে নারী উদ্যোক্তা মেলা
ফাইজা রাফা
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৩, ১২:৩৫ পূর্বাহ্ণআগামী ১৯ থেকে ২১ জানুয়ারী তিনদিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী উদ্যোক্তা মেলা।
সিলেট নগরীর জল্লারপার রোডে গ্রান্ড প্যালেস হোটেল এন্ড রিসোর্টের ২ য় তলায় অনুষ্ঠিত হবে এই নারী উদ্যোক্তা মেলা।
বাতি ফাউন্ডেশনের প্রিমিয়াম প্ল্যান ইভেন্ট এর “New Year Welcome Fest 2023” আয়োজনে এই মেলায় সিলেটসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত নারী উদ্যোক্তারা তাদের তৈরি পণ্য প্রদর্শন ও বিপনন করবেন।
মেলায় থাকছে যেসব পণ্য: ডিজাইনার কাপড়,কসমেটিকস,পারফিউম সহ থাকছে আরো বিভিন্ন ধরনের স্টল।থাকছে আকর্ষণীয় ফ্রী গিফট আর মেহেদি,সবার জন্য।বাচ্চাদের জন্য ও থাকছে উপহার।
নারী উদ্যোক্তা মেলা সকলের জন্য উন্মুক্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে মেলা। আগ্রহীদের মেলায় উপস্থিত হয়ে দেশিয় পণ্য কেনাকাটার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক শাহানা চৌধুরী।
সিলেটসংবাদ/হান্নান



