নেপালে ৭২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

সিকডে
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৩, ১২:৫৫ অপরাহ্ণনেপালের পোখারায় ৬৮ জন আরোহী ও ৪ ক্রু নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। নেপালের বেসরকারি বিমান পরিচালনাকারী সংস্থা ইয়েতি এয়ারলাইনসের এটিআর ৭২ মডেলের বিমানটি রাজধানী কাঠমান্ডু থেকে পোখারায় যাচ্ছিল। রোববার সকালে বিমানটি পোখারার কাসকি জেলায় বিধ্বস্ত হয়। দেখুন ভিডিও…
BREAKING: Yeti Airlines plane carrying more than 70 people crashes in Pokhara, Nepal pic.twitter.com/iUMQ4N16sE
আন্তর্জাতিক/হান্নান