সিলেটে স্বপ্নপূরণ সামাজিক সংস্থার উদ্যেগে শীতবস্ত্র বিতরণ
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৩, ৫:১০ অপরাহ্ণশীত এলেই কাবু হয়ে পড়েন সিলেট অঞ্চলের মানুষ। ঘন কুয়াশার সঙ্গে উত্তর-পূর্বের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় বাড়তে থাকে শীতের দাপট। প্রতি শীতে অসহায় হয়ে পড়েন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। শীতে অসহায় মানুষকে উষ্ণতা দিতে এগিয়ে এসেছে “স্বপ্ন পূরণ সামাজিক সংস্থা সিলেট”।
ঐক্য শান্তি সেবা এই স্লোগানকে সামনে রেখে “স্বপ্ন পূরণ সামাজিক সংস্থা ” নামের সংগঠনের আত্নপ্রকাশ ঘটে ২০১৯ সালে।এর পর থেকে ই সামাজিক কাজের মাধ্যমে দরিদ্র অসহায়দের পাশে থেকেছে।এ লক্ষ্য যাত্রা অব্যাহত রেখে এবারো শতাধিক দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে সংস্থাটি।
আজ শুক্রবার দুপুরে সিলেট নগরীর আম্বরখানা বড় বাজার এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি শহিদুল হক অনুপস্থিত থাকলেও এ অনুস্টানে সহ-সভাপতি সোহেল আহমেদ উপস্থাপনা করেন।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবু হানিফ।
সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক সানবীর রাহমান শাওন এ সময় বলেন “আমাদের চারপাশে অনেক অসহায় গরিব দরিদ্র মানুষ আছে। এই তীব্র শীতে শীতার্তদের কথা বিবেচনায় রেখেই আমাদের সাধ্য অনুযায়ী এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছি। সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। আমাদের এই শীত বস্ত্র বিতরণ চলমান থাকবে।”
উক্ত অনুস্টানে উপস্থিত ছিলেন কবির আহমদ,সোহেল আহমেদ,আমিন মিয়া সহ প্রমুখ।
সিলেটসংবাদ/হান্নান



