দোয়ারাবাজার সমিতি সিলেট এর মেধা-বৃত্তি পরীক্ষা দুটি কেন্দ্রে সম্পন্ন
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৩, ১:৪৪ অপরাহ্ণ
দোয়ারাবাজার সিলেটে বসবাস-রত দোয়ারাবাজার উপজেলার বিশিষ্টজনের সুসংগঠিত ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন দোয়ারাবাজার সমিতি সিলেট এর সৌজন্যে ৫ম-৮ম শ্রেণি মেধা-বৃত্তি পরিক্ষা দুটি কেন্দ্রে এক যোগে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ঃ৩০ মিঃ থেকে বেলা ১ টায় পর্যন্ত ক্যামব্রিজ গ্রামার স্কুল এন্ড কলেজ সিলেট ও মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে বিভিন্ন বিদ্যালয়ের মাধ্যমিক ও পঞ্চম শ্রেণির প্রায় ৪শতাধিক ছাত্র ছাত্রী পরিক্ষায় অংশ গ্রহণ করেন।
মেধাবৃত্তি পরীক্ষার সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ছিলেন
দোয়ারাবাজার সমিতি সিলেট এর সিনিয়র সদস্য এডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন,
মেধাবৃত্তি পরিক্ষা বাস্তবায়ন কমিটির আহবায়ক ও দোয়ারাবাজার সমিতি সিলেট এর শিক্ষা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসাইন।
মেধা-বৃত্তি পরিক্ষা সিলেট কেন্দ্রের তত্ত্বাবধানে ছিলেন
দোয়ারা বাজার সমিতি সিলেট এর সভাপতি মাসুক আহমদ তাহের। দোয়ারা বাজার কেন্দ্রের পরিদর্শক হিসেবে সার্বক্ষণিক ছিলেন জনাব ধীরেন্দ্র কুমার দাস, দোয়ারা বাজার কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে হল পরিদর্শনে আসেন দোয়ারাবাজার সমিতি সিলেট এর সাধারণ সম্পাদক দেওয়ান রুশো চৌধুরী।
মেধাবৃত্তি পরীক্ষা সফলতার সাথে বাস্তবায়নে যাদের অক্লান্ত পরিশ্রম অনস্বীকার্য মেধাবৃত্তি পরীক্ষার সদস্য সচিব ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো: রুহুল কুদ্দুস তিলক ,সদস্য এম এইস আদর ,জুবেদ আহমেদ ,ফয়েজ উদ্দিন আহমেদ,পরীক্ষা পরিদর্শক হিসেবে ছিলেন প্রভাষক করম আলী।
সফলতার সাথে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয়ভাবে বিশেষ সহযোগিতা করেন দোয়ারা বাজার দোয়ারাবাজার মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সলেন্দু কুমার দাস, দোয়ারাবাজার উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর রহমান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, লাস্তবের গাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম
এসময় তিনি বলেন, ছাত্র ছাত্রীদের শিক্ষার মান বৃদ্ধি ও উৎসাহ উদ্দীপনা বাড়াতে এবারের ন্যায় আগামীতে ও আমরা মেধা-বৃত্তি পরিক্ষা অভ্যাহত রাখব। মেধাবৃত্তি কমিটির আহবায়ক আনোয়ার হোসাইন বলেন, আমরা চাই এই সমাজের শতভাগ মানুষ সু শিক্ষায় শিক্ষিত হউক,এই দেশের উন্নতি করতে হলে প্রথমেই আমাদের নিজে কে সু শিক্ষায় শিক্ষিত করতে হবে। শিক্ষা নিয়ে আমরা সবসময় সমাজের মানুষের কাজ করবো, সোনার বাংলা গড়ার লক্ষ্যে সু শিক্ষার বিকল্প নেই।
অবশেষে পরিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে যারা মেধা শ্রম দিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজে সহযোগিতা করেছেন সবাইকে কৃজ্ঞতা ও ধন্যবাদ জানান!



