জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আকমলের জানাজা বৃহস্পতিবার
জগন্নাথপুর সংবাদদাতা
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২২, ৫:১৮ অপরাহ্ণজগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের জানাযা বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
পারিবারিক সূত্র জানায়, আকমল হোসেনের ছেলে মেয়েরা লন্ডন থেকে দেশে ফেরার অপেক্ষায় তাদের সাথে কথা বলে বৃহস্পতিবার জানাযা ও দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় সিলেট শহরের নায়েরপুল জামে মসজিদে প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। দুপুর আড়াইটায় জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসি স্কুল মাঠে তাঁর দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে। শ্রীরামসি গ্রামের সন্তান আকমল হোসেন দুই দুইবার মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
সিলেটসংবাদ/হান্নান





