নিউইয়র্কের ব্রঙ্কসে স্মৃতি ৭১ নাটক মঞ্চায়ন
 
 শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২২, ৬:৫৫ পূর্বাহ্ণ নিউইয়র্কের ব্রঙ্কস স্ট্রালিং বাংলাবাজারের সেন্ট হেলেনা ক্যাথলিক চার্চের মিলনায়তনে মঞ্চায়ন হলো জিয়া হায়দার রচিত ঢাকা ড্রামার পরিবেশনায় মুক্তিযুদ্ধের নাটক স্মৃতি ৭১ মঞ্চ নাটকের মোহড়ায় শ্যামলী চৌধুরী চরিত্রে অভিনয় করেন বাংলাদেশের বিখ্যাত নাট্যাভিনেত্রী শিরিন বকুল।স্মৃতি ৭১ নাটকটি ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ব্রঙ্কসের আলোচিত সামাজিক সংগঠন হৃদয়ে বাংলাদেশের বিজয় মেলা অনুষ্ঠানে গত ১৮ই ডিসেম্বর হল ভর্তি দর্শকের উপস্থিতে মঞ্চায়ন হয়।মুক্তিযুদ্ধের স্মৃতিচারন নিয়ে রচিত নাটকটিতে মুক্তিযুদ্ধের সময়ে বুদ্ধিজীবিদের হত্যার ঘটনার একটি কন্ড চিত্র পটভূমিতে উঠে আসে।পিনপতনের নীরবতায় শেষ পর্যন্ত দর্শকরা আন্তরিকভাবে উপভোগ করেন।বিশেষ করে গুনি অভিনেত্রী শিরিন বকুলের অনবদ্য অভিনয়ে মুগ্ধ হন নাটকের দর্শক।
নিউইয়র্কের ব্রঙ্কস স্ট্রালিং বাংলাবাজারের সেন্ট হেলেনা ক্যাথলিক চার্চের মিলনায়তনে মঞ্চায়ন হলো জিয়া হায়দার রচিত ঢাকা ড্রামার পরিবেশনায় মুক্তিযুদ্ধের নাটক স্মৃতি ৭১ মঞ্চ নাটকের মোহড়ায় শ্যামলী চৌধুরী চরিত্রে অভিনয় করেন বাংলাদেশের বিখ্যাত নাট্যাভিনেত্রী শিরিন বকুল।স্মৃতি ৭১ নাটকটি ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ব্রঙ্কসের আলোচিত সামাজিক সংগঠন হৃদয়ে বাংলাদেশের বিজয় মেলা অনুষ্ঠানে গত ১৮ই ডিসেম্বর হল ভর্তি দর্শকের উপস্থিতে মঞ্চায়ন হয়।মুক্তিযুদ্ধের স্মৃতিচারন নিয়ে রচিত নাটকটিতে মুক্তিযুদ্ধের সময়ে বুদ্ধিজীবিদের হত্যার ঘটনার একটি কন্ড চিত্র পটভূমিতে উঠে আসে।পিনপতনের নীরবতায় শেষ পর্যন্ত দর্শকরা আন্তরিকভাবে উপভোগ করেন।বিশেষ করে গুনি অভিনেত্রী শিরিন বকুলের অনবদ্য অভিনয়ে মুগ্ধ হন নাটকের দর্শক।






