সিলেটে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২২, ১২:৩৫ অপরাহ্ণসিলেটে যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হচ্ছে শহীদ বুদ্ধিজীবীদের।
আজ বুধবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানিরা এবং তাদের আজ্ঞাবহ রাজাকার, আলবদর ইত্যাদি বাহিনী এ দেশকে মেধাশূন্য করার চক্রান্ত নিয়ে হত্যাযজ্ঞ চালায়।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিলেট নগরীর চৌহাট্টস্থ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে।
একে একে সিলেটের বিভাগীয় কমিশনার, সিটি করপোরেশন, সিলেট জেলা প্রশাসন, জেলা পরিষদ সিলেট রেঞ্জ পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা ও মহানগর বিএনপি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর ইউনিটসহ,বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠনসমূহ শ্রদ্ধা নিবেদন করে।
বিভিন্ন শ্রেণি পেশার মানুষও ফুল নিয়ে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে হাজির হয়ে বিনম্র চিত্তে স্মরণ করছেন শহীদ বুদ্ধিজীবীদের।
এদিকে, বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথকভাবে নানা কর্মসূচি পালন করা হচ্ছে।
সিলেটসংবাদ/হান্নান






