বিশ্বকাপে আজানের সুরে মুগ্ধ অমুসলিমরা ছুটছেন মসজিদে

সিকডে
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২২, ৩:৫৭ অপরাহ্ণবিশ্বকাপে খেলা দেখতে আসা সমর্থকরা আজানের সুরে মুগ্ধ হয়ে ছুটছেন মসজিদের দিকে। মসজিদে আজান শুনতে দেখা যায় ব্রাজিল-আর্জেন্টিনাসহ অমুসলিম দেশের অনেক সমর্থকদের। অনেকেই আগ্রহ দেখাচ্ছেন ইসলামের প্রতি। ইসলামি বই কিনেও বাড়ি ফিরছেন অনেকে।
কেউই শোনালো মোরে আজানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর বাজিল কী সুমধুর আকুল হইলো প্রাণ নাচিলো ধমনি বাংলা সাহিত্যের কবি কায়কোবাদ ঠিকই বলেছেন কত বছর পার হলেও কথায় প্রতিফলন দেখা গেল কাতারে।
দিনে পাঁচ বার সেসব মসজিদে আজানের ধ্বনি শোনা যায়। তখন এক ভিন্ন পরিবেশের সৃষ্টি হয়। বিশ্বকাপ দেখতে আসা অমুসলিমরা ভিড় করে আজানের সুমধুর সুর উপভোগ করার জন্য।
তারা অবাক হয় আবেগপ্রবণ হয় অনেকে মোবাইলে সেইসব সুর রেকর্ড করে নেয়। অনেককে দেখা যায় ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করতে। অনেকে আবার কিনতে দেখা যায় ইসলামিক বই।
নারীদের দেখা যায় পর্দার সাথে ইসলামিক প্রবেশ করতে। তাদের অভ্যর্থনার ব্যবস্থাও রাখা হয় মসজিদের বাইরে। কাতারে বিভিন্ন দেশের মানুষ যেমন তাদের আয়োজনে মুগ্ধ হচ্ছে।
ঠিক তেমনি ভাবে আগ্রহ তৈরি করছে। বিভিন্ন সূত্রে খবর বলছে কাতারে বিশ্বকাপের খেলা দেখতে এসে ধর্মান্তরী হয়ে ফিরেছেন অনেকেই।
সিলেট/আবির