বর্হিবিশ্বে প্রথম নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ
 
 শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২২, ১২:০৮ পূর্বাহ্ণ বর্হিবিশ্বে প্রথম নিউইয়র্কে বিএনপি জামাতের দেশ বিরোধী ও সন্ত্রাসী কার্যকলাপ আগুন সন্ত্রাস নৈরাজ্য ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করার বিরোদ্দে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বর্হিবিশ্বে প্রথম নিউইয়র্কে বিএনপি জামাতের দেশ বিরোধী ও সন্ত্রাসী কার্যকলাপ আগুন সন্ত্রাস নৈরাজ্য ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করার বিরোদ্দে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ৮ই ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ড্রাইভার সিটি প্লাজায় নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান রফিক সাধারন সম্পাদক ইমদাদ চৌধুরীর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা ডাঃ মাসুদুল হাসান প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সদস্য আব্দুল হামিদ,মৌলভীবাজার জেলা যুবলীগের সাবেক সভাপতি নাহিদ আহমদ,নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এন ইসলাম,সহসভাপতি এম উদ্দীন আলমগীর,সহসভাপতি সাইকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক শিবলী সাদিক,দপ্তর সম্পাদক মোতাসিম বিল্লাহ দুলাল,উপ প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান,চার্জ ম্যাগডোনাল্ড আওয়ামীলীগ সভাপতি ইসমত খোকন, ব্রঙ্কস আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুহিত,যুগ্ন সাধারন সম্পাদক খন্দকার ইমরান জাহান, যুগ্ন সাধারন সম্পাদক মাসুদুর রহমান শাহিন,স্বেচ্ছাসেবক লীগের কামাল হোসেন রাকিব,আশরাফ উদ্দীন,হাসান জিলানী,সৈয়দ কিবরিয়া,হেলাল মিয়া প্রমূখ।
সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ,যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ,যুক্তরাষ্ট্র ছাত্রলীগের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মীরা প্রচন্ড শীত উপেক্ষা করে অংশগ্রহন করেন।পরে বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে ড্রাইভারসিটি প্লাজায় পদক্ষিন করা হয়।
সমাবেশে বক্তরা বিএনপি জামাতের দেশবিরোধী কার্যকলাপ সন্ত্রাস নৈরাজ্য অপরাজনীতি দেশজুড়ে জঙ্গী হামলা ও প্রধানমন্ত্রী কে নিয়ে কটুক্তি করার তীব্র নিন্দা জানান ও দেশবাসীকে সকল দেশবিরোধী যড়যন্ত্রের বিরোদ্দে সোচ্চার হওয়ার আহ্বান জানান।






