ছাতকে নিখোঁজ নির্মাণ শ্রমিক হাসিমের সন্ধান চায় পরিবার
ছাতক সংবাদদাতা
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২২, ১০:৫৪ অপরাহ্ণছাতকে চার দিন ধরে নিখোঁজ হওয়া নির্মাণ শ্রমিক আব্দুল হাসিমের সন্ধান দাবি করেছেন তার বড় ভাই আব্দুল মমিন। গত সোমবার রাত থেকে আব্দুল হাসিমের সন্ধান মিলছে না।
আব্দুল হাসিম পৌরসভার বাগবাড়ি মহল্লার মৃত আব্দুল আজিজ মুন্সির পুত্র। তাকে পুলিশ ধরে নিয়ে গেছে এমন সংবাদের ভিত্তিতে থানাসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়।
ছাতক থানাসহ বিভিন্ন সরকারি সংস্থায় খোঁজ নিয়েও তার আটকের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বা কোন সরকারি বাহিনী তাকে ধরে নিয়ে গেছে থানা পুলিশের কাছে এমন তথ্য নেই।
আব্দুল মমিন বলেন, সোমবার রাতে তার ভাই আব্দুল হাসিমকে কে বা কারা ধরে নিয়ে গুম করে রেখেছে।
আব্দুল মমিন এবং তার পরিবারের লোকজন প্রশাসনের কাছে তার সন্ধানের দাবি করে বলেন, পুলিশের সার্বিক সহায়তায় অক্ষত অবস্থায় আব্দুল হাসিম ফিরে আসতে পারে।
এ ব্যাপারে থানা পুলিশের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
বৃহষ্পতিবার বিকেলে শহরের পশ্চিম বাজার এলাকার একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে সংবাদ সন্মেলন করে নিখোঁজ হওয়া আব্দুল হাসিমের বড়ভাই আব্দুল মমিন এ দাবি জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন- ছাতক পৌর সভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, আনিসুর রহমান চৌধুরী সুমন, ফখরুল আলম, তানভীর চৌধুরী, নিখোঁজ আব্দুল হাসিমের ভগ্নিপতি বাদশাহ মিয়া,বোন শাহানারা বেগম,আনোয়ারা বেগম, পিয়ারা বেগম, রুফেজা বেগম।
আব্দুল হাসিম নিখোঁজের পরদিন মঙ্গলবার সন্ধ্যায় এ ব্যাপারে ছাতক থানায় একটি জিডি (নং৩১৮) করেছেন আব্দুল হাসিমের স্ত্রী শিরিনা বেগম। জিডিতে উল্লেখ করা হয়েছে রাত ৮টার দিকে আব্দুল হাসিম বাজারের উদ্দেশ্যে বের হয়ে আর বাসায় ফিরে যাননি। তখন থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।
আব্দুল মমিন জানান, সম্প্রতি তার ভাই আব্দুল হাসিমের চলাফেরা সন্তোষজনক ছিলোনা। মাদক কারবারিদের সাথে দহরম-মহরম সম্পর্ক ছিলো। কাজেই ইয়াবা বা মাদক ব্যবসার সাথে জড়িয়ে যেতে পারে এমন ধারণা তার। আর এ কারণেই গুম হতে হয়েছে তাকে। সোমবার সন্ধ্যায় সে কার ফোন পেয়ে বাসা থেকে দ্রুত বের হয়ে যায়। বাসা থেকে বের হয়ে তার স্ত্রীর সাথে একাধিক বার ফোনে কথা বলেছে। রাত ৮ টার পর দুইজন লোক বাসায় এসে তার স্ত্রীর সাথে কি আলাপ করে গেছে।
এসব আলাপের বিষয় ও মোবাইল ফোনের কল রেকর্ড থেকে হয়তো তার সন্ধানের কোন তথ্য পাওয়া যেতে পারে।
সিলেটসংবাদ/হান্নান






