ডা.এস এ মালেকের মৃত্যুতে যুক্তরাষ্ট্র নেতৃবৃন্দের শোক প্রকাশ
 
 শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২২, ৮:২০ পূর্বাহ্ণ বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেক আর নেই।
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেক আর নেই।
গত ৬ই ডিসেম্বর মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটের দিকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্যুবরণ করেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
বীরমুক্তিযোদ্ধা ডা.এস এ মালেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা।নেতৃবৃন্দরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
নেতৃবৃন্দরা বলেন জাতি একজন বীরমুক্তিযোদ্ধাকে হারালো মরহুম ডা. এস এ মালেকের অবদানের কথা বাংলাদেশের মানুষ কোনদিন ভুলবে না।জাতি চিরদিন তাঁকে শ্রদ্ধার সাথে স্মরন করবে।
নেতৃবৃন্দদের মধ্যে হলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান,যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী,সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা,নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান রফিক,সাধারন সম্পাদক ইমদাদ চৌধুরী,উপ-প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান,ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত,যুগ্ন সাধারন সম্পাদক খন্দকার ইমরান জাহান,যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক শেখ জামাল হোসেন,যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল আহমেদ প্রমূখ।






