১৭ বছর পর নতুন নেতৃত্ব পেল গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ
সৈয়দ রাসেল আহমদ
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২২, ১২:৩৭ অপরাহ্ণ
দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের ১ বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে।
তাজুল ইসলামকে সভাপতি ও মান্না আহমদকে সাধারণ সম্পাদক করে ১৩৮ সদস্য বিশিষ্ট ১ বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়।
সোমবার (৫ ডিসেম্বর) জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারন সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই কমিটি ঘোষণা করা হয়।
দীর্ঘ ১৭ বছর পর জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ কমিটি গঠনের পর উজ্জীবিত ছাত্রলীগ নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত (২৬ নভেম্বর) পৌরসভা সংলগ্ন মাঠে উপজেলা, পৌর ও ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।






