ফেঞ্চুগঞ্জে ওরসকে কেন্দ্র করে দু’পক্ষ মুখোমুখি
ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২২, ৮:১১ অপরাহ্ণসিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় মাওজভাণ্ডারির ওরসকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এ ওরস বন্ধের জন্য উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের ইলাশপুর গ্রামবাসীর পক্ষ থেকে সোমবার (৫ ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে।
এলাকার দেড়শতাধিক মানুষের স্বাক্ষরিত স্বারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন মৌলানা খিজির আহমেদ, মৌলানা মোস্তাক, মৌলানা ফাতার, নজরুল ইসলাম, মইন উদ্দীন, নাসির উদ্দীন, আতাউর রহমান,মামুন আহমেদ ও আখিল মিয়া প্রমুখ।
অভিযোগকারী নজরুল ইসলাম জানান, ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুর গ্রামের তরিকুল ইসলাম জানু মিয়া আগামী ৭ ডিসেম্বর গ্রামের বাড়িতে মাইজভান্ডারি ওরসের আয়োজন করেছেন। এ ওরসে মুজিবুল বশর মাইজভান্ডারি নামক একজনকে অতিথি করার সংবাদে এলাকায় উত্তেজনা দেখা দেয়।
এর আগে ২০১৬ ও ২০১৮ সালে একইভাবে মাহফিলের আয়োজন করা হলেও এলাকাবাসীর তীব্র প্রতিরোধের মুখে তা বন্ধ করা হয়।
ফেঞ্চুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার জাহিদ এ বিষয়ে জানান- বিষয়টি থানাপ্রশাসন অবগত আছে। আইনশৃঙ্খলা অক্ষুন্ন রাখতে সর্বোচ্চ চেষ্টা চালাবে পুলিশ।
সিলেটসংবাদ/হান্নান






