কোম্পানীগঞ্জ উপজেলা ট্রাক মালিক সমিতির কমিটি গঠন
সোহেল রানা-কোম্পানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২২, ১১:৪৬ অপরাহ্ণসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ট্রাক মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। মোঃ আব্দুল্লাহ আল মামুনকে সভাপতি ও মাওলানা ইব্রাহিম খলিলকে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়।
এ ছাড়া কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন সহ-সভাপতি মোঃ হাজী উমর আলী, সহ-সভাপতি মোঃ একলাস মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ রহিম, সহ-সাংগঠনিক সম্পাদক এনামুল হক,কোষাধ্যক্ষ মোঃ মুছা মিয়া, প্রচার সম্পাদক নাসির উদ্দীন,কার্যকরী সদস্য মোঃ নুর মিয়া,মোঃ আল-আমীন, মোঃ বশির আহমদ প্রমুখ।
এর পূর্বে কোম্পানীগঞ্জ উপজেলা ট্রাক মালিক সমিতি (রেজি নং-চট্ট-২৪০১) এর কার্যকরী কমিটি গঠনের লক্ষে গত ১০/১০/২০২২ তারিখে নির্বাচন কমিশন গঠন করেন। কমিটির কোন পদে একাধিক প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন ৩০/১১/২০২২ তারিখে সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন।
সিলেটসংবাদ/হান্নান






