যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বহুমার্তিক সম্পর্ক-রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান
 
 শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২২, ৮:২৮ অপরাহ্ণ যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান বলেছেন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বহুমার্তিক সম্পর্ক।তিনি বলেন আমরা বিভিন্ন সময়ে একাত্তর সালে যুক্তরাষ্ট্রের যে ভূমিকা নিয়ে কথা বলি তা ছিল সরকারের ভুমিকা তবে যুক্তরাষ্ট্রের জনগণ সবসময় বাংলাদেশের মানুষের পক্ষে ছিলেন।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান বলেছেন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বহুমার্তিক সম্পর্ক।তিনি বলেন আমরা বিভিন্ন সময়ে একাত্তর সালে যুক্তরাষ্ট্রের যে ভূমিকা নিয়ে কথা বলি তা ছিল সরকারের ভুমিকা তবে যুক্তরাষ্ট্রের জনগণ সবসময় বাংলাদেশের মানুষের পক্ষে ছিলেন।
গত ১২ই নভেম্বর নিউইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেট অফিসে বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান বক্তব্য রাখছিলেন।
তিনি আরো বলেন আপনারা যারা যুক্তরাষ্ট্রের নাগরিক হয়েছেন আমি আপনাদের কাছে আশা করব আপনাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সম্পর্ককে আরো সুগভীর করে তুলবেন।
সভায় নিউইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল ড.মনিরুল ইসলাম সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ ও সিনিয়র সাংবাদিকরা যোগদান করেন।






