সদর উপজেলা নির্বাচন অফিসে দুনীতি, ক্ষুব্ধ পররাষ্ট্রমন্ত্রী

সিকডে
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২২, ১০:১০ অপরাহ্ণসিলেট সদর উপজেলা নির্বাচন অফিসে এনআইডি ইস্যু, এনআইডি সংশোধন নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। বিশেষ করে প্রবাসীরা হয়রানীর শিকার হচ্ছেন। টাকা ছাড়া ফাইল নড়ে না। এখানে গড়ে উঠেছে দুর্নীতির সিন্ডিকেট। যার নেতৃত্বে রয়েছেন উপজেলা নির্বাচন অফিসার মােঃ এমদাদুল হক। এমন অভিযোগ করেছেন সৌদি প্রবাসী মােঃ আব্দুল হক। তিনি এ নিয়ে গত ২৪ জুলাই নির্বাচন কমিশন আগারগাঁও ঢাকায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এদিকে বিষয়টি জেনে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বিষয়টির তদন্ত করে ব্যবস্থা গ্রহন করতে নির্বাচন কমিশনের সচিবের প্রতি আহ্বান জানিয়েছেন।
নির্বাচন কমিশন বিষয়টি আমলে নিয়েছে। আগামী ৭ জুলাই সকাল সাড়ে ১০টায় সিলেট সদর উপজেলা নির্বাচন কমিশন অফিসে স্বাক্ষ্য গ্রহন ও তদন্ত পরিচালনা করবে।
সিলেট সংবাদ/এ