রোনালদোর জন্য দরজা খোলা ব্রাজিলিয়ান ক্লাবের

সিকডে
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২২, ১০:৪৩ অপরাহ্ণদ্বিতীয় মেয়াদে ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরাটা সুখকর হয়নি ক্রিস্তিয়ানো রোনালদোর। রেড ডেভিলদের কোনো সফলতা এনে দিতে পারেননি পর্তুগিজ এই তারকা। অবশ্য রোনালদোর ব্যক্তিগত পারফরম্যান্স বলছে ভিন্ন কথা, ৩৭ বছর বয়সে এসেও গোলের ক্ষুধা কমেনি তাঁর।
২০২১-২২ মৌসুমে প্রিমিয়ার লিগের সেরা চারে না থাকায় আসছে মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবে না ম্যানচেস্টার ইউনাইটেড।
এতে ইউরোপ সেরার লড়াইয়ে দেখা যাবে না রোনালদোকে। তাই ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চেয়েছেন রোনালদো। আসছে মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার জন্য নতুন দল খুঁজেছেন তিনি। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড তাকে ছাড়তে চায়নি। নতুন দলও খুঁজে পাননি তিনি।
ক্রিস্তিয়ানো রোনালদোর জন্য নিজেদের দরজা খোলা রেখেছে ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্স। ক্লাবটির সভাপতি আলভেস সম্প্রতি বলেছেন,’এটা সত্য। আমি বড় কিছুর স্বপ্ন দেখছি। এটা করিন্থিয়ান্স। উইলিয়ান আর রেনাতো আগুস্তো খেলেনি এখানে? ফুটবলে যে কোনো কিছু সম্ভব। আর করিন্থিয়ান্সের জন্য নিজের সেরাটা ঢেলে দেওয়া আমার দায়িত্ব। ‘
আনুষ্ঠানিকভাবে তাঁরা রোনালদোকে এখনো প্রস্তাব দেয়নি। অবশ্য পর্তুগিজ তারকার উপর নজর রেখেছেন,’এটা সম্ভব কি না জানি না। আমরা এখনো চেষ্টা করিনি। তবে আমরা এদিকে নজর রাখছি। ভাবুন একবার, রোনালদো ব্রাজিলে খেলতে রাজি হয়ে গেল!’
ক্রীড়াঙ্গন/এ