শাবিতে ছুরিকাঘাতে শিক্ষার্থী খুন

সিকডে
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২২, ৯:৩৬ অপরাহ্ণশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বুলবুল আহমদ (২২) নামে এক শিক্ষার্থী খুন হয়েছেন।
সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ক্যাম্পাসের অভ্যন্তরে গাজিকালুর টিলায় এ ঘটনা ঘটে। নিহত বুলবুল আহমেদ শাবিপ্রবি’র লোক প্রশাসন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী।
রাতে বিষয়টি নিশ্চিত করে নিহতের বুলবুলের সহপাঠী অমিত ভৌমিক বলেন, গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অমিত জানান, সন্ধ্যার বিশ্ববিদ্যালয়ের গাজীকালুর টিলায় তাকে ছুরিকাঘাত করে ছিন্তাইকারীরা। তাকে হাসপাতালে আনা হলে পরে সেখানে মারা যায় বুলবুল।
শাবিপ্রবির প্রক্টর ইশরাত ইবনে ইসমাইলকে একাধিকবার ফোন করা হলেও তাকে মোবাইল ফোনে পাওয়া যায়নি।
সিলেট সংবাদ/এ