জঙ্গলে বৃদ্ধার লাশ

সিকডে
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২২, ৬:৩৩ অপরাহ্ণসিরাজগঞ্জের তাড়াশ ইয়ারজান খাতুন (৫৮) নামের এক নারীর রহস্যজনক মূত্যু হয়েছে। আজ সোমবার বিকালে ৩টার দিকে তাড়াশ পৌর সদরের ভাদাস মহল্লায় এ ঘটনা ঘটে।
মৃত ইয়ারজান খাতুন ওই মহল্লার মৃত জয়নাল আবেদীন জয়েনের স্ত্রী। বিকাল সাড়ে ৩টার দিকে বাড়ির পাশে একটি পুকুর পাড়ে জঙ্গলের মধ্যে ওই নারীর লাশ পরে থাকতে দেখে স্থানীয় লোকজন তাড়াশ থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন এবং ওই নারীর মরদেহ উদ্বার করে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন নেছা মুজিব ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু করেন।
তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্বার করে হাসপাতালে পাঠানো হচ্ছে। আর আপাতত এ বিষয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হবে। পরে ময়নাতদন্ত প্রতিবেদন আসলে মূত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সারাদেশ/এ