আদালত থেকে ফেরার পথে কারাগারে নিয়ে এলো গাঁজা-ইয়াবা
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২২, ৬:১৪ অপরাহ্ণকাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর বন্দি এক হাজতি আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে কারাগারে নিয়ে এলো গাঁজা-ইয়াবা ও মোবাইল। রোববার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারাগারের ফটকে ওই হাজতির দেহ তল্লাশি করে এসব জব্দ করে কারা কর্তৃপক্ষ।
ওই হাজতির নাম বুলবুল ইসলাম। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ তার হাজতি নং ৫০৮/১৫।
কারাগার সূত্রে জানা গেছে, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি হাজতি বুলবুল ইসলামকে রোববার সকালে হাজিরা দেওয়ার জন্য ঢাকা জজকোর্টে পাঠানো হয়। হাজিরা শেষে পুনরায় তাকে কারাগারে ফেরত আনা হয়। পরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর ফটকে বুলবুল ইসলামের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পরনের লুঙ্গির ভেতর থেকে ২৫ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা ও ৫টি মোবাইল ফোন জব্দ করে কারা কর্তৃপক্ষ।
নাম প্রকাশে অনিচ্ছুক কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, জেল কোড অনুযায়ী ওই হাজতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সূত্র-যুগান্তর
জাতীয়/হান্নান