লিডিং ইউনিভার্সিটির বিজনেস আইডিয়া প্রতিযোগিতা সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০২২, ১:৩০ অপরাহ্ণলিভিং ইউনিভার্সিটিতে বিজনেস আইডিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের বিজনেস ক্লাবের উদ্যোগে “Intra-University Business Idea Competition -2022” বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ্যালারি-১ এ অনুষ্ঠিত হয়।
বিজনেস আইডিয়া প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ২৭টি দল অংশগ্রহণ করে তারমধ্যে নির্বাচিত ৬টি দলের প্রজেক্ট নিয়ে চুড়ান্তপর্বের প্রতিযোগিতায় ‘এডু সংযোগ’ সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম, ‘এ স্পুন অব ফুড’ দ্বিতীয় এবং ‘এল ইউ ফুড এন্ড বেভারেজ কোম্পানি লিমিটেড’ তৃতীয় হয়েছে। বাকী প্রজেক্টগুলোর মধ্েয ‘স্পেস সেভিং ফার্নিচার’ চতুর্থ, ‘ইকো ব্রাঞ্চ’ পঞ্চম এবং ‘বন্ধু রিসাইক্লিং এন্ড ফারটিলাইজার’ ষষ্ঠ হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা বলেন, জ্ঞান বাড়াতে হলে আইডিয়া তৈরি করতে হবে। সেজন্য এই আইডিয়া জেনেরেটিং কম্পিটিশনে শিক্ষার্থীদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তিনি এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের জন্য বিজনেস ক্লাবকে ধন্যবাদ জানান।
ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও সেন্টার ফর রিসার্চ, ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্লানিং-এর উপদেষ্টা প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্েযাক্তা তৈরিতে এ ধরনের উদ্েযাগ খুবই সময়োপযোগী।
অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ফিনল্যান্ডের ভাসা ইউনিভার্সিটিতে পিএইচডি গবেষক সুলতান আহমদ শিক্ষার্থীদের উদ্েযশে অনুপ্ররনামূলক বক্তব্য ও বিদেশে উচ্চশিক্ষা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
বিবিএ প্রোগ্রামের শিক্ষার্থী বাধন দাস এবং ইসরাত জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজনেস ক্লাবের উপদেষ্টা ওয়াহিদা আক্তার। এতে ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা, বিজনেস ক্লাবের সহ-উপদেষ্টা মো. শামীমুল ইসলামসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটসংবাদ/হান্নান/০২