সিলেটে পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন মহানগর যুবলীগ

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২২, ৪:৪৮ অপরাহ্ণপ্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর আহবানে সিলেটে আকস্মিক বন্যায় পানি বন্দী মানুষের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানিসহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে সিলেট মহানগর যুবলীগ।
শুক্রবার বিকেলে সিলেট নগরীর ২৩ ও ১৪ নং ওয়ার্ডের মাছিমপুর, ছড়ারপাড় এলাকায় আকস্মিক বন্যায় পানিবন্দী মানুষের মাঝে সিলেট মহানগর যুবলীগের পক্ষথেকে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার শুকনো খাবার, বিশুদ্ধ পানিসহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন আলী হোসেন, আফজল হোসেন, রুপম আহমদ, আব্বাস আহমদ, এমদাদ হোসেন ইমু, আজাদ উদ্দিন, সাদিকুর রহমান সোহাগ, লিয়াকত আলী প্রমুখ।
সিলেটসংবাদ/হান্নান