‘নকল’ সালমান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ

সিকডে
প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২২, ১১:৫৬ পূর্বাহ্ণআজম আনসারি দেখতে কিছুটা বলিউড তারকা সালমান খানের মতো। চলাফেরাতেও মিল রয়েছে। ‘মুঝসে শাদি করোগি’ গানে সালমানের মতো স্টেপ, কখনো ‘তেরে নাম’র রাধে হয়ে রাস্তায় বের হন তিনি।
আজম আনসারিকে দেখলেই ভিড় জমে যায়। তাকে বলা হয় উত্তর প্রদেশের ‘সালমান খান’।
সামাজিক যোগাযোগমাধ্যমে আজম আনসারির অসংখ্য ভক্ত। একেকটা ইনস্টাগ্রাম রিলে লাখ লাখ ভিউ হয়। ইউটিউবে ফলোয়ার সংখ্যা ১ লাখ ৬৭ হাজার।
সেই ‘নকল’ সালমান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ সড়ক বন্ধ করে ভিডিও বানানো। গতকাল রোববার ভারতের উত্তর প্রদেশের ঠাকুরগঞ্জ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, ক্লক টাওয়ারে ইনস্টাগ্রাম রিল বানাচ্ছিলেন আজম আনসারি। এ সময় রাস্তা আটকে যায়। সৃষ্টি হয় ব্যাপক যানজট। সেই অভিযোগ পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বিনোদন/এ