প্রথম ক্রিকেটার হিসেবে তামিমের ২০ সেঞ্চুরি, ১০ হাজার রান

সিডকে
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২২, ৭:০২ অপরাহ্ণদেশের সেরা ব্যাটার, সেরা ওপেনার- তা নিয়ে কোনো সন্দেহ নেই। পরিসংখ্যানেও সেই প্রমাণ রেখেই চলছেন তামিম ইকবাল। আজ মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার লিগে ৮১ বলে ১০৯ রানের ঝড়ো ইনিংস উপহার দিয়েছেন। তার দল প্রাইম ব্যাংকও ১০ উইকেটের দারুন জয় পেয়েছে।
এই ইনিংস দিয়েই লিস্ট ‘এ’ ক্রিকেটে সেঞ্চুরির সংখ্যা ২০-এ নিয়ে গেলেন তামিম। সেইসঙ্গে পেরিয়ে গেছেন ১০ হাজার রানের মাইলফলক।
তামিমের আগে বাংলাদেশের আর কেউ এই দুই মাইলফলকের একটিতেও পৌঁছতে পারেননি। আজকের ম্যাচের আগে ১০ হাজারের মাইফলক ছুঁতে তামিমের প্রয়োজন ছিল ৯৭ রান। ধীরেসুস্থে শুরু করা তামিম ফিফটি করেছিলেন ৫৭ বলে। এরপর তিনি বিধ্বংসী হয়ে ওঠেন। ব্যাট হাতে যেন সেই পুরনো তামিম। ৯৫ রান থেকে নাসুম আহমেদকে ছক্কা মেরে একসঙ্গে ২০ সেঞ্চুরি আর ১০ হাজার রানের মাইলফলকে পা রাখেন।
৫০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটেও তামিমের চেয়ে বেশি সেঞ্চুরি বাংলাদেশের কারও নেই। তার ২০ সেঞ্চুরির ১৪টিই জাতীয় দলে হয়ে। বাকি ৬টির মধ্যে আবাহনীর হয়ে ২টি, আর মোহামেডান-ব্রাদার্স-চট্টগ্রাম বিভাগ এবং প্রাইম ব্যাংকের হয়ে করেছেন ৪টি। ১৫ সেঞ্চুরি নিয়ে দুইয়ে এনামুল হক বিজয়। আজকের একই ম্যাচে বিজয় (১১২*) তার ১৫ তম ‘লিস্ট এ’ সেঞ্চুরি হাঁকিয়েছেন। মুশফিকুর রহিম ১৩ সেঞ্চুরি নিয়ে তিনি আছেন তালিকার তিনে, ১২ সেঞ্চুরিতে যৌথভাবে চারে নাঈম ইসলাম ও লিটন কুমার দাস।
খেলা / এ