এ কি কাণ্ড! হাটে -মইনুল হাসান আবির

মইনুল হাসান আবির:
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২২, ৩:৫৩ অপরাহ্ণমন্টু সাহেব হাটে গেল
কিনতে কিছু সবজি,
পকেট ভর্তি টাকা নেইতো
শুনে কাঁপছে কবজি।
আলু, পটল, পেঁপে কিনল
কেজিতে অর্ধশত,
কাঁচা মরিচ,টমেটো নিল
প্রতি কেজি দু’শত।
এসব শুনে মন্টু সাহেব
হাটেই চিৎপটাং,
আকাশচুম্বী সবজির দরে
বাঁচবে কি প্রাণ !
ভোজ্য তেলে দেশটা খেল
নেই কি সমাধান!
দু’শ টাকা পার করেছে
বাঁচকে কি মান ?
পেঁয়াজ দাদা উঁচু পাহাড়
মরছে মধ্যবিত্ত,
শত টাকা দর প্রতি
বিক্রি হচ্ছে গত।
গুদাম ভর্তি আলু মজুত
এ কি কাণ্ড হাটে,
তবে কি ভাই অনাহার ?
বাঁচব স্বদেশ মাটে।
না না না খাব না ভাত !
চালের দামও বেশী,
পানি খেয়ে থাকব বেঁচে
দামকে মারব ঘুষি।