বিশ্বনাথে ইউনিয়ন পরিষদ নির্বাচন: নৌকার প্রার্থী বিজয়ী হওয়ায় নুনুমিয়া অভিনন্দন

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২২, ১০:০৩ অপরাহ্ণচলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার বিএনপির ভোটের দূর্গখ্যাত ২নং খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আরশ আলী গণি নৌকা প্রতীকে বিজয়ী লাভ করায় ইউনিয়নবাসী ও আরশ আলীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন,সিলেট জেলা আওয়ামী লীগের উপদেস্টামন্ডলীর সদস্য ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম,নুনুমিয়া।
এ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনার প্রার্থীকে যারা ভোট দিয়ে বিজয়ী করেছেন তারা সুফল পাবেন।
এছাড়া আগামি জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে তৃনমূল কে সুসংগঠিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত কে শক্তিধর করার আহবান জানান।
তিনি বলেন, এ বিজয় উন্নয়নের এ বিজয় জনগনের। এছাড়া নবনির্বাচিত চেয়ারম্যানের মঙ্গল কামনা করেন।