সৌদিতে হুতির হামলায় বাংলাদেশিসহ আহত ২
সিডকে
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২২, ৬:৩০ অপরাহ্ণসৌদি আরবে যাজানে একটি শিল্পাঞ্চলে হুতিদের ক্ষেপণাস্ত্রের আঘাতে বাংলাদেশিসহ দুজন আহত হয়েছে। যাজান শহরের উত্তরে ইয়েমেনের সঙ্গে সৌদির সীমান্ত রয়েছে।
সোমবার (২৪ জানুয়ারি) সৌদি নেতৃত্বাধীন জোটের বরাত দিয়ে সৌদি গ্রেজেট অনলাইনে এ তথ্য নিশ্চিত হয়।
প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র হামলায় বেসামরিক নাগরিকদের যানবাহন ও ওয়ার্কশপ ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত দুজন বাংলাদেশ ও সুদান বংশোদ্ভূত।
সৌদি জোট জানায়, হুতি বিদ্রোহীরা সৌদি রাজ্যের পশ্চিম দিকের শিল্পাঞ্চলে হামলার টার্গেট করছে।
জোটটি আরও জানায়, ইয়েমেনের আল-জুফ গভর্নরেট থেকে আসা দুটি ড্রোন আটকে ও ধ্বংস করে দিয়েছে।
প্রবাস জীবন/এ






