ভারতে ফ্রি ফায়ার খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৬

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২২, ১২:১৩ অপরাহ্ণমোবাইল গেম খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপে আহত হয়েছেন ছয়জন। এদের মধ্যে বেশ কয়েকজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলেও জানা গেছে।
শুক্রবার (২১ জানুয়ারি) ভারতের মুর্শিদাবাদের ভরতপুরের এ ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা জানিয়েছেন, ভরতপুরের আলু গ্রাম পঞ্চায়েতের মদনপুর গ্রামে একটি বাড়ির ছাদে বেশ কয়েকজন যুবক জড়ো হয়ে ফ্রি ফায়ার গেম খেলেন। খেলা শুরু হতেই চিৎকার করতে থাকেন তারা। প্রতিদিনের এই চিৎকারে বিরক্ত প্রতিবেশীরা শুক্রবার যুবকদের শান্ত হয়ে গেম খেলতে বলেন। কিন্তু যুবকরা সে কথায় কর্ণপাত করেননি।
এর পর স্থানীয় এক যুবক প্রথমে গেম খেলার জন্য জড়ো হওয়া যুবকদের ওপর হামলা চালায়। পাল্টা হামলায় এক নাবালক ও এক নারীসহ মোট ছয়জন আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে তিন জনের অবস্থার অবনতি হওয়ায় কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। হামলার খবর শুনে ঘটনাস্থলে যায় পুলিশ।
স্থানীয়রা জানায়, সংঘর্ষের সময় দুপক্ষ একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এমনকী ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলেও অভিযোগ তাদের।
আন্তর্জাতিক/এ